রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আর্চবিশপ ভবনে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের অভ্যর্থনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, “যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন, আমাদের সব বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে।”
তিনি আরও বলেন, “সংবিধান, মদিনা সনদসহ সব বিরাট আদর্শ অর্জনের পথে নানা বাধা আসে। তবে তার জন্য পিছপা হওয়া যাবে না। আমাদের ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা গায়ের রঙ কোনো বিষয় নয়। সব বিভেদ ভুলে একসঙ্গে বসতে হবে এবং ঘটনার সূত্র খুঁজে বের করতে হবে।”
ঘটনার কারণ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন,
“সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো থেকে আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় মনে হয় তা পূরণ হচ্ছে না। তবে প্রশ্ন হলো, আমরা কি খুব দ্রুত অনেক দূর যেতে চাইছি? আমাদের আরও সহিষ্ণু, ধৈর্যশীল ও বাস্তববাদী হতে হবে।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv