জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলছে। এসব কারণে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম অভিযোগ করে বলেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। বিশেষ করে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে ও তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি একে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভয়ংকর দৃষ্টান্ত বলে অভিহিত করেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও ছাত্রলীগ যা পারেনি, বিএনপির ছাত্রদল আজ স্কুল পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে।
এনসিপি নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, সুপারিশের ভিত্তিতে কোনো নিয়োগ বা পদোন্নতি মেনে নেওয়া হবে না। সব পরীক্ষাই স্বচ্ছ প্রক্রিয়ায় হতে হবে এবং নিয়োগ শুধুমাত্র মেধার ভিত্তিতে দেওয়া হবে।
তিনি সতর্ক করে বলেন, কোনো পক্ষ অন্যায় করলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়-অপরাধ সহ্য করা হবে না, যাতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপকর্ম ফের শুরু হতে না পারে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv