রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে কলেজের বাইরে শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন এবং অন্তর্বর্তী সরকারের তিন শীর্ষ ব্যক্তিকে অবরুদ্ধ করেন।
আবরুদ্ধ হন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কলেজ থেকে বেরিয়ে দিয়াবাড়ি মোড়ে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের পথরোধ করেন। পরবর্তীতে বাধ্য হয়ে তারা আবার কলেজ ক্যাম্পাসে ফিরে যান।
এর আগে, বেলা সাড়ে ১০টার দিকে কলেজের কনফারেন্স কক্ষে শিক্ষক এবং কিছু শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন উপদেষ্টারা। আলোচনায় অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,“শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক। সরকার প্রতিটি দাবি মেনে নেবে।” তবে এই আশ্বাসেও আন্দোলন থামেনি। সকাল থেকেই কলেজ চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ।
৩. নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ।
৪. বিমানবাহিনীর পুরোনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।
৫. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু।
৬. শিক্ষকদের ওপর সেনাবাহিনীর সদস্যদের হামলার ঘটনায় জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা
দুর্ঘটনার পটভূমি:
গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর শিক্ষার্থীরা দ্রুতই আন্দোলনে নেমে পড়েন এবং জবাবদিহি ও নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv