ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত যুবক। শুক্রবার (১১ এপ্রিল) সোয়া ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ওমর কাজী। তিনি একই গ্রামের শাহজাহান কাজী বাড়ির বশির কাজীর ছেলে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী কিশোরী অভিযোগ করে বলে, আমি চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং প্রথম পরীক্ষা দিয়েছি। দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য শুক্রবার রাতে পড়ছিলাম। রাত সোয়া ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হই। এ সময় প্রতিবেশী ওমর কাজি দৌড়ে এসে আমার মুপ চেপে ধরে বাগানে নিয়ে যায়। আমি চিৎকার দিলে সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে ওমর কাজি আমাকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর মা ও বড় ভাই অভিযোগে জানান, ধর্ষণের শিকার হয়ে ঘরে এসে কিশোরী অজ্ঞান হয়ে পড়ে। রাতেই এ ঘটনা স্থানীয় ব্যক্তিদের জানাতে যাওয়ার সময় ভুক্তভোগীর মাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করে অভিযুক্ত যুবকের পরিবার। পরে স্থানীয় থানাকে অবগত করে তাকে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ছাড়া এ ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন কিশোরীর স্বজনরা। অভিযোগ বিষয়ে জানতে অভিযুক্ত ওমর কাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স বেবি নাজনীন বলেন, ওই কিশোরীকে আজ শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বলেন, বোরহানউদ্দিনের হাসাননগরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ মাঠে আছে। বিষয়টি যাচাই-বাছাই করছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv