ভিয়েতনামগামী একটি ফ্লাইটে অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা দিয়ে আলোচনায় এসেছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। ঘটনাটি ঘটে মস্কো-হ্যানয় রুটের এক ফ্লাইটে, যাত্রার তিন ঘণ্টার মাথায় অসুস্থ হয়ে পড়েন ৫০ বছর বয়সী এক যাত্রী।
ফ্লাইট ক্রুদের অনুরোধে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী মুরাশকো, যিনি একজন প্রশিক্ষিত চিকিৎসক, বিমানে থাকা ওষুধ ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা দেন। জানা গেছে, ওই যাত্রী উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন, যা হৃদরোগ বা প্রাণঘাতী জটিলতার কারণ হতে পারত।
রবিবার (১৪ সেপ্টেম্বর) টেলিগ্রাম চ্যানেল ‘শট’ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুরাশকো ওই যাত্রীর পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং সোজা হয়ে বসতে সাহায্য করছেন। চিকিৎসার পর যাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয় এবং তিনি নিরাপদে হ্যানয়ে পৌঁছান।
এই মানবিক পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv