রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদের দ্বিতীয় তলায় মহিলাদের জন্য জুমার নামাজ আদায়ের সুব্যবস্থা করা হয়েছে। নামাজে অংশগ্রহণে আগ্রহী সব মা-বোনকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা ও বসুন্ধরা গ্রুপের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন মসজিদটি সুযোগ-সুবিধা ও আয়তনে দেশের সর্ববৃহৎ। ৮ বিঘা জমির ওপর ১০ তলাবিশিষ্ট এ মসজিদে একসঙ্গে ৭০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। থাকছে চলন্ত সিঁড়িসহ নানা সুযোগ সুবিধা। মসজিদের প্রতি তলায় ৫০ হাজার বর্গফুট জায়গা রয়েছে। প্রতি তলায় নামাজের কাতার হবে ৪৫টি। প্রতি কাতারে ২০০ জন মুসল্লি দাঁড়াতে পারবেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv