বলিউডে কাজের পরিবেশ ও সময়সীমা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। দিনে মাত্র ৮ ঘণ্টা কাজের দাবি তুলেছেন একাধিক তারকা। সেই দাবি ঘিরেই ফের আলোচনায় দীপিকা পাড়ুকোন। সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা। জানা গেছে, ৮ ঘণ্টা শিফটের দাবিতে দীপিকার সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি ছবিটি ছেড়ে দেন।
এ ঘটনা ঘিরে বলিউডে সৃষ্টি হয় তুমুল আলোড়ন। দীপিকার হয়ে ইতিমধ্যে মন্তব্য করেছেন কাজল, রানি মুখার্জি, নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রার মতো অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক।
রুবিনার স্পষ্ট বার্তা: ‘৮ ঘণ্টার বেশি কাজ মানব না’
‘ছোটি বাহু’ ও ‘সাস বিনা সাসুরাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পাওয়া রুবিনা, যিনি ‘বিগ বস ১৪’-এর বিজয়ীও, সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান—
“আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, তখন অনেক সময় ১৭ ঘণ্টারও বেশি কাজ করতে হতো। আমি চাই না আজকের প্রজন্ম সেই কষ্ট পায়।”
তিনি আরও বলেন,
“আমি যদি প্রযোজক হই, তাহলে আমি এমন ব্যবস্থা করবো যাতে আমার টিমের কেউ ৮ ঘণ্টার বেশি কাজ করতে না হয়। সময়মতো কাজ শেষ করাই হবে আমার লক্ষ্য।”
‘সীমার মধ্যে কাজ করলে মান বজায় থাকে’
রুবিনার মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তবে তিনি এটাও মানেন, পেশাভেদে কাজের সময় আলাদা হতে পারে। যেমন, পুলিশ, ট্রাফিক অফিসার বা ডাক্তারদের অনেক সময় ১৬-১৮ ঘণ্টাও কাজ করতে হয়।
তবে তিনি স্পষ্ট করে বলেন,
“আপনি যদি স্বেচ্ছায় অতিরিক্ত কাজ করেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনাকে যদি জোর করে অতিরিক্ত কাজ করানো হয় এবং তার জন্য অর্থ না দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়।”
রাশমিকার মন্তব্য ঘিরে বিতর্ক
অন্যদিকে, গেল মাসে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এবং সদ্য বলিউডে পা রাখা রাশমিকা মান্দানা দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিকে ঘিরে কটাক্ষ করেন। এক সাক্ষাৎকারে অকপটে বলেন,
“৮ কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।”
রাশমিকার এই মন্তব্যে অনেকেই বিস্মিত। কেউ কেউ মনে করছেন, এটি অপ্রয়োজনীয় ও ইন্ডাস্ট্রির ভেতরের পরিপক্ব আলোচনাকে প্রভাবিত করতে পারে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv