রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রায় দুই মাস পর পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। মঙ্গলবার কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবাব রাত সাড়ে ৯টা থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এরআগে গত বছরের ৯ নভেম্বর রক্ষনাবেক্ষনের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবে কর্তৃপক্ষ।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv