সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের বন্ধ কারখানা দ্রুত চালুর দাবিতে বিক্ষোভমুখর মানববন্ধন করেছে পোশাকশ্রমিকরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিতপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নারী-পুরুষ মিলিয়ে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। তারা হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, সম্প্রতি নাসা গ্রুপের মালিকপক্ষ বকেয়া বেতন-ভাতা না দিয়েই প্রতিষ্ঠানের ১৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এতে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, নতুন করে কোথাও চাকরি পাওয়া এখন অনিশ্চিত। ফলে সন্তানদের পড়াশোনা, সংসার চালানো ও দৈনন্দিন খরচ নির্বাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে প্রতিষ্ঠান পরিচালনা ও শ্রমিকদের বকেয়া পরিশোধ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv