ছোট ও বড় পর্দায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন অভিনেত্রী রুনা খান। এবার প্রথমবারের মতো নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী। ইতোমধ্যেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। নির্মাতা জানিয়েছেন, বাকি শিল্পীদের নির্বাচনের কাজও প্রায় শেষ পর্যায়ে। বছরের শেষ প্রান্তে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তার আগেই নির্মাণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
রুনা খান বলেন, “পরিণত শিল্পী হিসেবে নিজেকে আলাদা মাত্রায় উপস্থাপন করতেই ভিন্ন চরিত্রে অভিনয় করছি। সে কারণেই ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র নায়িকা চরিত্রটি বেছে নিয়েছি। দর্শক যেন আমাকে নতুনরূপে আবিষ্কার করতে পারে, সে চেষ্টাই করছি।”
অভিনেত্রী আরও জানান,“আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের জীবনে আছে সুখ-দুঃখ-হাসি-কান্না। এমনই এক নায়িকার বাস্তব গল্প নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা। পরিকল্পনা মতো কাজটি শেষ করতে পারলে দর্শকমনে ছাপ ফেলবে বলে আমার বিশ্বাস।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv