বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি আর তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা সম্প্রতি আবারও আলোচনায়। রাজ কুন্দ্রার বিরুদ্ধে ওঠেছে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ। এর মধ্যেই শুরু হয়েছে সংসার ভাঙনের গুঞ্জন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রাজ কুন্দ্রা নাকি ইতিমধ্যে বাড়ি ছেড়ে চলে গেছেন। এদিকে এই সুযোগে শিল্পার জীবনে নাকি জায়গা নিয়েছেন এক সর্দারজি প্রেমিক।
এমন গুঞ্জনের সূত্রপাত ঘটে যখন বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান শিল্পার বাড়িতে আসেন তার নতুন শো-এর শুটিং করতে। বাড়িতে প্রবেশ করেই তিনি রাজ কুন্দ্রার খোঁজ করেন। তখন নাকি শিল্পা হেসে উত্তর দেন— “আমি স্বামীর সঙ্গে নই, প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকছি।”
এই কথা শুনে ফারাহ খান তো চমকে যান! তিনি সঙ্গে সঙ্গেই ঠাট্টা করে বলেন, “এই তো জীবন! স্বামী যেতে না যেতেই প্রেমিক চলে এলো বাড়িতে।”
তবে রহস্য আরও ঘনীভূত হয় শিল্পার পরবর্তী বক্তব্যে। তিনি জানান, তিনি যে সর্দারজির প্রেমে পড়েছেন, তিনি আর কেউ নন, তার স্বামী রাজ কুন্দ্রাই! কারণ সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ছবি ‘মেহর’-এ রাজকে দেখা গেছে এক সর্দারের চরিত্রে।
অর্থাৎ গুঞ্জন থাকলেও, সবটাই আসলে একরকম মজার ছলেই বলেছেন শিল্পা। তবে রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণা মামলার কারণে দম্পতিকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বলিউডে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv