রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে শনিবার (২৮ জুন) মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আয়োজিত মহাসমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন। ইতোমধ্যে বাগেরহাট, লক্ষ্মীপুর, কক্সবাজার, মাগুরা ও শেরপুরসহ একাধিক জেলা শাখা মহাসমাবেশে যোগ দিয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মহাসমাবেশের সফল আয়োজন নিশ্চিত করতে আগেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার মাঠ পরিদর্শন করেছেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি জানান, সারা দেশ থেকে হাজার হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ জনতা ঢাকায় এসেছে। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে।
দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “এই মহাসমাবেশ থেকে আগামীর রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
তিনি আরও জানান, মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতির পক্ষে একমত এমন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারাও এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv