ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–কে নিজেদের “আদর্শগত শত্রু” হিসেবে আখ্যা দিলেন জনপ্রিয় তামিল অভিনেতা ও তামিলাগা ভেটরি কাজাগমের (TVK) নেতা থালাপতি বিজয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে নিজের দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন অভিনেতা বিজয়। এসময় তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন এবং আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের কর্মীদের প্রস্তুত থাকতে বলেন।
বিজয় বলেন: “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ডিএমকে (দ্রাবিড় মুনেত্র কাজাগাম)। তামিলাগা ভেটরি কাজাগম এমন কোনো দল নয়, যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায়। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।”
বক্তৃতায় তিনি আরও যোগ করেন: “সিংহ সব সময়ই সিংহ। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। সিংহই জঙ্গলের রাজা। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ মাত্র একটি। সিংহ জানে কীভাবে টিকে থাকতে হয়।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেও সরাসরি কটাক্ষ ছুঁড়ে দেন থালাপতি বিজয়। তিনি বলেন: “আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।”
বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে থালাপতি বিজয়ের এই অবস্থান বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ২০২৬ সালের নির্বাচনে টিভিকে (TVK), ডিএমকে ও বিজেপির ত্রিমুখী লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv