ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ ঘোষণা করেন।
কর্মপরিকল্পনায় অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি আইন-বিধি সংস্কার, রাজনৈতিক দল নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, সাংবাদিক অনুমোদনসহ প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মূল কার্যপরিকল্পনার মধ্যে রয়েছে:
অংশীজন সংলাপ: সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে দেড় মাস চলবে।
ভোটার তালিকা: ৩১ আগস্ট সম্পূরক খসড়া চূড়ান্ত, ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
নির্বাচনি আইন-বিধি: ৩১ আগস্টের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও অন্যান্য আইন-বিধির সংশোধন প্রস্তাব প্রণয়ন। সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন ও নির্বাচনি নীতিমালা চূড়ান্ত করা।
রাজনৈতিক দল নিবন্ধন: সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ।
সীমানা নির্ধারণ: সেপ্টেম্বরের শুরুতে গেজেট প্রকাশ, ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রস্তুত।
পোস্টাল ভোটিং ও ব্যালট: সফটওয়্যার, অ্যাপ ডেভেলপমেন্ট ও প্রচারণা অক্টোবরের মধ্যে শেষ করা হবে। বিদেশে নভেম্বরে ব্যালট পাঠানো এবং কারাবন্দিদের ভোটের দুই সপ্তাহ আগে ব্যালট পাঠানোর পরিকল্পনা রয়েছে।
আইন-শৃঙ্খলা কার্যক্রম: সেপ্টেম্বরে, তফসিল ঘোষণার আগে-পরে বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। ইসির সভায় সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv