মায়ের ভাষার জন্য বিশ্বের বুকে রক্ত ও প্রাণদানের এক অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ-শিমুল ফোটার দিনে তাই তো আজ গেয়ে উঠছে মন- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’ আজ ২১শে ফেব্রুয়ারি, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানীর ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব, আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোঃ ইয়াছিন সরকার শাওন। এ সময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকলের উপস্থিতে ইয়াছিন সরকার শাওন বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায়। আমি এই দিনে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আপনাদের সকলের ভোটে নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে একটি স্মাট ইউনিয়ন পরিষদে রুপান্তরিত করব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv