বলিউডের অন্যতম আলোচিত হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ ২০১১ সালে প্রথম মুক্তি পায়। সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। পরে ২০১৯ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘রাগিনী এমএমএস রিটার্নস’, যেখানে মূল আকর্ষণ ছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
এরই ধারাবাহিকতায় এবার আসছে নতুন কিস্তি ‘রাগিনী এমএমএস থ্রি’। এবার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই কিস্তির নির্মাতা একতা কাপুর অনেক দিন ধরেই নতুন সিকুয়েল বানানোর পরিকল্পনা করছিলেন। অবশেষে উপযুক্ত গল্প হাতে পাওয়ায় তিনি এবার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, চলতি বছরের শেষের দিকেই শুরু হবে সিনেমার শুটিং।
ইতোমধ্যেই তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন একতা কাপুর। সিনেমার ভৌতিক টুইস্ট শুনে তামান্না নিজেও নাকি অবাক হয়েছেন। তাছাড়া চমক হিসেবে এই সিনেমায় থাকবে জমজমাট গান ও রোমাঞ্চকর দৃশ্য, যা সিনেমাপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করছেন নির্মাতা।
এখন বলিউডের ভক্তদের অপেক্ষা তামান্না ভাটিয়ার নতুন লুকে তাকে দেখার জন্য। একতা কাপুরের এই সিনেমা ২০২৫ সালের শুরুর দিকেই মুক্তির সম্ভাবনা রয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv