ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, “তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হবেন, তাঁরাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন।”
নির্বাচনে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “নির্বাচনে কেউই—এমনকি গণমাধ্যমও—ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি।” তবে নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী।”
প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট
প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, “এবার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। ভোটের অন্তত তিন সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, এবং এতে কমিশন ও পোস্ট অফিস যৌথভাবে কাজ করবে।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv