জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পুলিশ, ব্যারিকেড ও জলকামান নিয়ে অবস্থান নেয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন। বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজার শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না।
এদিকে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, সুপ্রিম কোর্ট এলাকা ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সামনে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া, সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্যও আহ্বান জানিয়েছে ডিএমপি।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv