একেকটা টুর্নামেন্ট এলেই ক্যালকুলেটর নিয়ে বসতে হয়—এমন কৌতুক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারও ব্যতিক্রম হলো না। শ্রীলঙ্কার কাছে হারের পর থেকেই বাংলাদেশের সমীকরণ কঠিন হয়ে গিয়েছিল। তবে আফগানিস্তানকে হারিয়ে সেই সমীকরণের প্রথম ধাপটা পূরণ করেছে লিটন দাসের দল।
কিন্তু এখন ভাগ্য আর তাদের হাতে নেই। তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে।
বাংলাদেশ বর্তমানে বি গ্রুপে দ্বিতীয় স্থানে, ৪ পয়েন্ট নিয়ে। তবে নেট রান রেট (NRR) সবচেয়ে খারাপ, -০.২৭০। অন্যদিকে শীর্ষে শ্রীলঙ্কা, ৪ পয়েন্টে +১.৫৪৬ নেট রান রেট নিয়ে। আফগানিস্তানের পয়েন্ট ২ হলেও হংকংয়ের বিপক্ষে বড় জয়ের কারণে তাদের নেট রান রেট ২.১৫০।
সমীকরণ কী বলছে?
যদি শ্রীলঙ্কা জেতে, তবে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত।
তবে আফগানরা যদি জেতে, তখনো সুযোগ থাকবে বাংলাদেশের। শর্ত হলো—
আফগানিস্তানকে জিততে হবে অন্তত ৬৫ রানে,
অথবা রান তাড়া করলে ৫০ বল হাতে রেখে জিততে হবে।
এর চেয়ে সামান্য কম ব্যবধানেও বাংলাদেশের সুযোগ থাকত, যদি নিজেদের আগের ম্যাচগুলোতে কিছু ভুল না করত লাল-সবুজের প্রতিনিধিরা।
হংকংয়ের বিপক্ষে সহজ লক্ষ্য আরও দ্রুত তাড়া না করা, শ্রীলঙ্কার বিপক্ষে দুর্বল বোলিং, এমনকি আফগানদের বিপক্ষে শেষদিকে ক্যাচ-রানআউট মিস—সব মিলিয়ে নেট রান রেট আজ বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু।
এখন সুপার ফোরের ভাগ্য লিটন-তামিমদের হাতে নয়, বরং লঙ্কান-আফগানদের ম্যাচের সমীকরণেই লুকিয়ে আছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv