কী থাকছে রাবির অবৈধ নিয়োগের তদন্ত প্রতিবেদনে - বিডি খবর ডটকম
ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

শিরোনামঃ

প্রচ্ছদ সারাদেশ ঢাকা ঢাকা রাজনীতি শিক্ষা কী থাকছে রাবির অবৈধ নিয়োগের তদন্ত প্রতিবেদনে

কী থাকছে রাবির অবৈধ নিয়োগের তদন্ত প্রতিবেদনে

bd

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ কার্যক্রমে কারা জড়িত তা চিহ্নিত করতে গঠিত তদন্ত কমিটির তদন্ত কাজ শেষ হয়েছে। নিয়োগ বাতিল, বিদায়ী উপাচার্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নিয়োগে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ড. মুহাম্মাদ আলমগীর বলেন, আমরা তদন্তের কাজ পুরোপুরি শেষ করেছি। দু-একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেব। তদন্তে কী পেয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, সেটা মন্ত্রণালয়ই জানাবে। তবে নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য জানান, তদন্তে বিশ্ববিদ্যালয়টির সাম্প্রতিক নিয়োগে গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। সাবেক ভিসি অধ্যাপক আবদুস সোবহানসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিধি ভেঙে নিয়োগ দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। একাধিক সুবিধাভোগী এই প্রক্রিয়া সম্পন্ন করতে ভিন্ন ভিন্ন ভূমিকা রেখেছেন। তাদেরও চিহ্নিত করা হয়েছে। সে কারণে নিয়োগ বাতিল, বিদায়ী উপাচার্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নিয়োগে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছে তদন্ত কমিটি। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বায়োডাটা কিংবা শিক্ষাগত যোগ্যতার সনদ ছাড়াই কেবল মুখ দেখে নিয়োগ দেওয়া হয় ১৩৮ জনকে। তাদের মধ্যে ১২৯ জনের কোনো কাগজপত্রই নেওয়া হয়নি। শুধু মুখ চিনে চাকরি দেওয়া হয়েছে। তদন্ত করতে এসে মাত্র ৯ জনের জীবন-বৃত্তান্ত পেয়েছে কমিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তে উঠে এসেছে নানা অনিয়মের চিত্র। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় ৫ মে হুলুস্থুল করে, তারপর ৬ তারিখে সকালে সবাইকে ডেকে এনে ১৪১ জনের কথা বলা হলেও আমরা ১৩৮ জনের ডকুমেন্ট পেয়েছি। ১৩৮ জনের যে নিয়োগ দিয়েছে, মাত্র ৯ ব্যক্তির সিভি আমরা পেয়েছি। আর কারও কোনো ডকুমেন্টই পাইনি। তার মানে পুরো প্রক্রিয়াটিতেই একটি অস্বচ্ছ বিষয় কাজ করেছে। অবৈধভাবে নিয়োগ পাওয়াদের কাজে যোগদানের সুযোগ হবে না। ভিসিসহ যারা এই নিয়োগের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাব। উনার (উপাচার্য) সাক্ষাৎকার নিয়েছি। অনেক ব্যাপারে উনি কোনো সদুত্তর দিতে পারেননি। অনিয়মের একটি সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি বলেন, আমরা পুরো ফ্যাক্টটা তুলে ধরছি। এ ঘটনার সঙ্গে এরা সম্পৃক্ত, এদের দায়ভার রয়েছে। কিন্তু দায়ভারের জন্য তাদের শাস্তি কী হতে পারে, এটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাবির প্রগতিশীল ও দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ তদন্ত কমিটিকে একটি নামের তালিকা দিয়েছে, যারা বিদায়ী উপাচার্যের পক্ষে নিয়োগ বাণিজ্য করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিদায়ী উপাচার্যের ভাগ্নে সাখাওয়াৎ হোসেন টুটুল ও ভায়রা আবদুল বারী। এ তালিকাতে উপাচার্য জামাতা ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক এ টি এম শাহেদ পারভেজসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার নামও আছে।

শেয়ার করুনঃ
0 ভিউ

ইউপি সদস্যের উপর হামলার জের, ব্যবসায়ীর বাড়ীতে ভাংচুর ও লুটপাট

মার্কিন প্রতিনিধি দলের মুরাদনগরের কৃষি কার্যক্রম পরিদর্শন

মুরাদনগরে পরীক্ষায় নকল দিতে গিয়ে ৩জন আটক, মোবাইলকোর্টে ২বছরের সাজা

মুরাদনগরে পরীক্ষায় নকল দিতে গিয়ে ৩জন আটক, মোবাইলকোর্টে ২বছরের সাজা

মুরাদনগরে ‘রোহিঙ্গা’ যুবকের জন্ম নিবন্ধন! পাসপোর্ট করতে গিয়ে ধরা

শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রতিপক্ষের হামলার প্রতিবাদে আহত ফ্রান্স প্রবাসীর সংবাদ সম্মেলন

নাগেশ্বরীতে টঙ্গী ইসতেমার রিজার্ভ বাসে ছদ্মবেশে মাদক পরিবহনের চেষ্টায় আটক-১

শ্রীমঙ্গলে কোয়াব কাপ টি-১৬ ক্রিকেট-২৪ টুর্নামেন্ট’র উদ্বোধন

বুড়িচং উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে ২০ বোতল ফেন্সিডিল ও ০২ বোতল ইস্কাফসহ মাদক কারবারি আমিনুল গ্রেফতার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা


উপরে