বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তাদের জুটিকে একসময় বেশ চর্চা করা হয়েছিল— কারিনা কাপুর খান ও অর্জুন রামপাল। ২০১২ সালে মধুর ভান্ডারকর পরিচালিত ‘হিরোইন’-এ প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হন তারা। গল্পে প্রেমের মিলন ঘটেনি, কিন্তু রোমান্টিক দৃশ্যে তাদের রসায়ন দর্শকের মনে রেখাপাত করেছিল দীর্ঘদিন।
সেই ছবিতে কারিনার প্রেমিকের ভূমিকায় ছিলেন অর্জুন। কাহিনির প্রয়োজনে ছিল একাধিক অন্তরঙ্গ দৃশ্য। আর সেগুলো নিয়েই অর্জুনের এক পুরনো মন্তব্য আবারও চর্চায়—
“কারিনার সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনও সেই দৃশ্যগুলোর স্মৃতি মনে পড়ে,” বলেছিলেন তিনি এক সাক্ষাৎকারে।
বছর কেটে গেলেও, সোশ্যাল মিডিয়ার আদালতে এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন— “অদ্ভুত এবং অপেশাদার মন্তব্য!” আবার কেউ মনে করছেন— “তখন এসব বলা খুব স্বাভাবিক ছিল।” অন্যদিকে কিছু নেটিজেনের মতে, অভিনেতার বক্তব্য আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
‘হিরোইন’-এ আরও ছিলেন রণদীপ হুদা, মুগ্ধা গডসে ও দিব্যা দত্ত। গল্পে দেখা যায় মাহি নামের এক জনপ্রিয় অভিনেত্রী, যিনি বিবাহিত প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ভেঙে পড়েন, হতাশায় ডুবে যান, কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবন ও ক্যারিয়ারকে নতুন করে গড়ে তোলেন— মধুর ভান্ডারকরের স্বাক্ষরিত ‘ঘুরে দাঁড়ানোর’ গল্প।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv