আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের নবম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, “এআই মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছি। মূল সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যাল ইনফরমেশন—এগুলো প্রতিহত করতেই আমরা আচরণবিধিতে বিষয়টি অন্তর্ভুক্ত করেছি।”
সানাউল্লাহ আরও জানান, এআই ব্যবহারের সীমাবদ্ধতা শুধু প্রার্থী বা রাজনৈতিক দলের জন্য নয়। দেশের ভেতরে ও বাইরের সাধারণ নাগরিকদের কাছ থেকেও এ ধরনের অপপ্রচার আসতে পারে। এজন্য নির্বাচন কমিশন একটি বিশেষ কমিটি গঠন করেছে, যারা বিষয়টি নিয়ে কাজ করছে।
তিনি বলেন, “আমাদের চেষ্টা থাকবে যেন ইন্টারনেট ব্যান্ডউইথ বা ডিজিটাল সেবা বিঘ্নিত না হয়। একান্ত বাধ্য না হলে আমরা কোনো প্ল্যাটফর্ম বা সেবাকে সীমিত করার চিন্তা করছি না।”
ড্রোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা>
সংসদ নির্বাচনকে সামনে রেখে ড্রোন এবং কোয়াডকপ্টারের মতো যন্ত্র ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার বলেন, “কোনো প্রার্থী, তার এজেন্ট বা অন্য কেউ এসব ব্যবহার করতে পারবেন না। এমনকি গণমাধ্যমও না। তবে ইসির প্রয়োজনে বিশেষ অনুমতি নিয়ে ব্যবহার করা হতে পারে।”
সিসি ক্যামেরা ব্যবহারে বাস্তবতা মূল্যায়ন করছে ইসি>
নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইসি এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি। এ বিষয়ে কমিশনে কয়েক দফা সভা হয়েছে বলে জানান কমিশনার সানাউল্লাহ।
তিনি বলেন, “দেশজুড়ে প্রায় ৪৫ হাজার কেন্দ্র। এত সংখ্যক ক্যামেরা একদিনের জন্য ভাড়ায় পাওয়াও কঠিন, আবার কেনাও যৌক্তিক নয়। কেনার পর ব্যবস্থাপনা, সংরক্ষণ ও যৌক্তিকতা—সব কিছু বিবেচনায় নিতে হচ্ছে। কয়েকটি প্রস্তাব এসেছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি।”
সংক্ষেপে মূল সিদ্ধান্তসমূহ:
এআই-এর অপব্যবহার রোধে আচরণবিধিতে কড়া নিষেধাজ্ঞা। দেশের ভেতরে-বাইরের অপপ্রচার ঠেকাতে বিশেষ কমিটি গঠন। কোনো প্রার্থী, এজেন্ট বা গণমাধ্যম ড্রোন ব্যবহার করতে পারবে না। সিসি ক্যামেরা ব্যবহারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বাস্তবতা বিবেচনায় কাজ চলছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv