কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি এসএলআর অস্ত্র এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩১ এলাকার শূন্য লাইনের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে খালের পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। পরে বিজিবিকে খবর দিলে টহলদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে একটি এসএলআরসহ ১৩ রাউন্ড গুলি (ম্যাগাজিনসহ) উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv