ঢাকা জেলার আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি একনলা ওয়ান শুটার গানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়।
আশুলিয়া থানা সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টা ১০ মিনিটের দিকে বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ ও যৌথবাহিনী। অভিযানে এক দুষ্কৃতিকারীকে ধরা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ রাকিব (২০), পিতা- আবু সিদ্দিক মিয়া, সাং-মধ্যনগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী। পালিয়ে যাওয়া সহযোগীর নাম মোঃ সহিদ (৪০), সাং-বালুরচর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।
ঘটনাস্থলে স্থানীয় দুইজন ও পুলিশের উপস্থিতিতে ধৃত রাকিবের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির দৈর্ঘ্য প্রায় ২৮ ইঞ্চি, যার কাঠের বাটের অংশ কালো টেপ দ্বারা মোড়ানো।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পলাতক সহযোগীর সহায়তায় অবৈধভাবে অস্ত্র রাখায় তাদের বিরুদ্ধে Arms Act, 1878 এর 19-A ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানা পুলিশ জানায়, ধৃত আসামীকে নিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা এবং আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv