ঢাকা জেলার আশুলিয়ায় আবারও মাদকবিরোধী অভিযান চালিয়েছে ডিবি (উত্তর) পুলিশ। পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালান। এসময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জহুরুল ইসলাম (২৩), জামালপুর সদর। মোঃ আলী আকবর ওরফে বাবু (১৮), মোহনগঞ্জ, নেত্রকোনা। মোঃ মাহফুজ মিয়া ওরফে সোনা মিয়া (১৮), মোহনগঞ্জ, নেত্রকোনা।
একই দিন রাত ১০টা ৫ মিনিটে আশুলিয়ার শিমুলতলা এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় ১০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ লিটন (৪২), মানিকগঞ্জ সদর। মোঃ এনামুল হক (৩৫), ফুলবাড়ি, দিনাজপুর।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মাদক মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv