জ্যাকুলিন ফার্নান্দেজের সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে এক আন্তর্জাতিক সম্মাননা। চলতি বছরের ২৩শে জুন থেকে ২৮শে জুন পর্যন্ত ইতালির রিমিনি ও রিচিওনে শহরে ইতালিয়ান গ্লোবাল সিরিজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। যেখানে জ্যাকুলিনের হাতে তুলে দেয়া হবে ‘ইতালিয়ান অডিও ভিজ্যুয়াল ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। অভিনয়, গল্প বলার দক্ষতা এবং বৈশ্বিক সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে দেয়া এই পুরস্কারটি একজন দক্ষিণ এশীয় শিল্পীর জন্য নিঃসন্দেহে এক বিরল সম্মান। এ উৎসবটি কেবল চলচ্চিত্র আয়োজনই নয়, বরং এটি টেলিভিশন স্টোরি টেলিং, অভিনয়, চিত্রনাট্য ও সৃজনশীলতার বৈশ্বিক উৎসব হিসেবে বিবেচিত হয়। দীর্ঘদিন বন্ধ থাকা ‘রোমা ফিকশন ফেস্ট’ নতুনরূপে এই উৎসবের মাধ্যমেই ফিরে আসছে, যা ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত রোম শহরে অনুষ্ঠিত হতো। একজন জনপ্রিয় অভিনেত্রী নন, বরং এক গ্লোবাল আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন জ্যাকুলিন। এই সম্মাননার মাধ্যমে জ্যাকুলিন ফার্নান্দেজ এক নতুন জীবনে পা রাখছেন, যেখানে তিনি শুধু নিজের জন্য নয় বরং পুরো ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই গর্বের প্রতীক হয়ে উঠেছেন। উল্লেখ্য, বছরের শুরুতেই অ্যাকশন-থ্রিলার ‘ফাতেহ’ সিনেমায় নজরকাড়া পারফরম্যান্স দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। এর পরপরই মুক্তি পাওয়া ‘হাউজফুল-৫’ সিনেমাও বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv