বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে আজ রোববার (৭ সেপ্টেম্বর) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশের মানুষও সহজেই এই বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন।
চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৭ মিনিটে শুরু হয়ে পরদিন ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ।
কোথায় কোথায় দেখা যাবে
গ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত।
এই দুই প্রান্তের কিছুটা পূর্ব ও পশ্চিমের অঞ্চল থেকেও আংশিকভাবে দেখা যাবে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে গ্রহণটি দৃশ্যমান হবে না।
চাঁদের রঙ ও বৈজ্ঞানিক গুরুত্ব
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদ লালচে রঙ ধারণ করে, যা সাধারণ মানুষের কাছে এক অনন্য দৃশ্য।
শুধু সৌন্দর্য নয়, চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা ও ধূলিকণার ঘনত্ব সম্পর্কেও ধারণা পাওয়া যায়। ফলে এ ঘটনাটি জ্যোতির্বিজ্ঞানীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাধারণ মানুষের জন্য বিশেষ মুহূর্ত
আকাশপ্রেমী, জ্যোতির্বিজ্ঞান অনুরাগী এবং সাধারণ মানুষের জন্য আজকের রাত হবে এক বিরল অভিজ্ঞতার সুযোগ। বিশেষ করে শহরের আলোক দূষণ থেকে দূরে গিয়ে মেঘমুক্ত আকাশে তাকালে সহজেই দেখা যাবে এই গ্রহণ।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv