জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিভাবকদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। বুধবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি অনুরোধ জানান— কখনোই নিজের সন্তানকে নিয়ে অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না, এমনকি আপন ভাই-বোন, বাবা-মা কিংবা ঘনিষ্ঠ কারও সঙ্গেও নয়।
প্রভা লেখেন, “একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে, যখন সে জানতে পারে— তার বাবা-মা অন্যের কাছে তার সমালোচনা করে, নেগেটিভ কথা বলে বা তার ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করে।”
তিনি আরও বলেন, “আজ যার কাছে আপনি সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ করছেন, সেই মানুষটিও হয়তো নিজের সন্তান নিয়ে আরও বেশি হতাশ। কিন্তু তিনি এতটা বোকা নন যে, সন্তানের মর্যাদা অন্যের সামনে ছোট করবেন। নিজের সন্তানকে অন্যের সামনে হেয় করা এক ধরনের নির্মমতা।”
প্রভা মনে করিয়ে দেন— প্রতিটি সন্তানই আলাদা, ভিন্ন স্বপ্ন ও চিন্তা-ভাবনার মানুষ। শুধুমাত্র বাবা-মায়ের চিন্তার সঙ্গে মিল না হলেই তাকে খারাপ বলা যায় না।
তিনি আরও বলেন, “একটা সুস্থ মন-মানসিকতার সন্তান কখনোই চায় না তার বাবা-মা অন্যের সামনে ছোট হোক, তেমনি একজন সুস্থ মানসিকতার বাবা-মা কখনো সন্তানকে হেয় করেন না। শুধরে দেওয়ার অনেক পথ আছে, তবে সেই পথ যেন ভালোবাসা ও সম্মানের হয়। পাশে থাকুন, প্রকাশ্যে নয়— ভেতরে ভেতরে শক্তি দিন।”
উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করে তিনি দর্শকদের ভালোবাসা অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv