হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিআরব থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৪ ফ্লাইট থেকে প্রায় ৪ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।
সোমবার (২৬ জুলাই) দুপুরের দিকে এ সোনা উদ্ধার করা হয়েছে।
এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সৌদি রিয়ালসহ আটটি দেশের কারেন্সি জব্দ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
সোমবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিসরে যাওয়ার আগে তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক জাহাঙ্গীর গাজীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। তিনি এক সময় কাপড়ের ব্যবসা করতেন।
তিনি জানান, বিদেশে পাচারের উদ্দেশে জাহাঙ্গীর বৈদেশিক মুদ্রা নিজের কাছে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে দুপুরে বিমানবন্দরের এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান জিয়াউল হক।
0 ভিউ