কুমিল্লার হোমনা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. মনির হোসেন (৫৮) আর নেই। আজ শুক্রবার রাত ৩ টার দিকে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহ অ ইন্নাইলাইহির রাজিওন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমের জানাযার প্রথম নামাজ আজ শুক্রবার সকাল ০৯ টায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । দ্বিতীয় জানাযার নামাজ নিজ বাড়ি বি- বাড়ীয়া জেলার কসবা উপজেলার মন কাসাই গ্রামে অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক, ইউএনও রোমন দে, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ, ইন্সপেক্টর তদন্ত আজিজুল বারী নয়নসহ থানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।