কুমিল্লার হোমনায় পল্লী(পশু) চিকিৎসক মনির হোসেন (৪৫)এর সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে(ইন্না-লিল্লাহ……….রাজেউন)। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার হোমনা-তিতাস রোডে পঞ্চবটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মনির ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে। সে পেশায় একজন গরু,ছাগলের (ভেটেনারী) পল্লী চিকিৎসক ও ৪ সন্তানের জনক ছিলেন।
নিহত মনির প্রতিদিনের ন্যায় চিকিৎসা সেবা দিতে মোটর সাইকেল নিয়ে তিতাস উপজেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হন । হোমনা-তিতাস রোডে পঞ্চবটিতে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ সালাম সিকদার বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
0 ভিউ