কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর এবং বিজনেস বাংলাদেশ’র হোমনা প্রতিনিধি মো. আক্তার হোসেনের মা, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল জলিল সওদারের স্ত্রী রহিজা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বিকেলে কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।তিনি বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাংবাদিক আক্তার হোসেন জানান, দীর্ঘদিন যাবত হার্ট, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তার মা। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান সরকার, উপ সচিব মো. মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মহসীন সরকার, বিসিআইসি কলেজের প্রভাষক মীর মো. মাসুদুজ্জামান, হোমনা উপজেলা প্রেসক্লাব, হোমনা প্রেসক্লাব, থানা প্রেসক্লাবসহ সকল সাংবাদিক ও রাজনৈতিক এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হোমনায় সাংবাদিক আক্তার হোসেনের মায়ের দাফন সম্পন্ন

আপডেটঃ ২৬ আগস্ট, ২০২১ | ১০:১৬






