মুজিব বর্ষ উপলক্ষে হোমনা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ বুধবার ঘাগুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দড়িচর বিলে সাঁতার প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান নির্ধারণী ট্রফি এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৫ হাজার টকা করে উৎসাহ পুরষ্কার দেওয়ার ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী মো. ইলিয়াছ, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, মো. জসীম উদ্দিন, খন্দকার জালাল উদ্দিন ও তাইজুল ইসলাম মোল্লা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান ও মো. দেলোয়ার। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. দাদন। প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপে ৫০ জন সাঁতারু অংশগ্রহণ করেন।
0 ভিউ