কুমিল্লার হোমনা উপজেলার কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.রফিকুল ইসলামের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে ।
মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ আসর বাহের কালমিনা বাজার মাঠে সম্পন্ন হওয়ার পর, তাঁর নিজ বাড়ি উপজেলার বাহের কালমিনা (বৈদ্যের কান্দি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গতকাল সোমবার সকাল ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে যান।
জানাজা পূর্ব আলোচনায় তাঁর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে মো. সাদ্দাম মোল্লা, কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চান্দের চর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান, হোমনা বিএনপির সহ-সভাপতি শাহ আলম সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার, কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বিসিআইসি কলেজের প্রভাষক মীর মো. মাসুদুজ্জামান, ডা. জয়নাল আবেদীন, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী ও মরহুমের জামাতা জাকারিয়া রিয়াদ প্রমুখ।
দাফন শেষে কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিসিআইসি কলেজের প্রভাষক মীর মো. মাসুদুজ্জামান মরহুমের কর্মময় জীবনে সততার পুরস্কার হিসাবে তার পরিবারকে পঞ্চাশ হাজার টাকার অনুদানেরর চেক প্রদান করেন।
হোমনায় রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

আপডেটঃ ১৭ আগস্ট, ২০২১ | ২:১৮






