কুমিল্লার হোমনা উপজেলায় আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে, উপজেলার দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হয় বাল্যবিবাহ এবং জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
ইউএনও রুমন দে বলেন, এসময় কনে উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায়। মেয়েটি স্হানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ে বলে জানিয়েছেন অভিভাবকরা। কিন্তু প্রাপ্ত বয়স্কের কোন কাগজ পত্র দেখাতে পারে নি অভিভাবকরা।
পরে কনের চাচা ও জেঠার উপস্হিতে কনের পক্ষের অভিযুক্ত অভিভাবককে ১০,০০০/-( দশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়েছে, এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেয়া হয় এবং অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি নজরদারিতে রাখার পরামর্শ দেয়া হয়েছে।
0 ভিউ