কুমিল্লার হোমনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে আশ্রায়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এছাড়াও আজ সোমবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে, জেলা প্রশাসক উপজেলার মাথাভাঙা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস, মাথাভাঙা ইউনিয়নের ভঙ্গারচর আশ্রায়ণ প্রকল্পে বৃক্ষরোপণ ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান, হোমনা থানা, আদর্শ উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।
আশ্রায়ণ প্রকল্পে বাসকারী একুশটি পরিবারের প্রত্যেককে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ লবণ, ৩ কেজি আলু ও ২ কেজি করে পেঁয়াজ উপহার দেন।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণ বিতরণ করেন জেলা প্রশাসক। করোনায় ক্ষতিগ্রস্ত ১৭ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ২৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
ইউএনও রুমন দের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিআরডিবির উপ পরিচালক জোবেদা আক্তার, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়, শামীম আরা ও আসমা জাহান সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শাহিদুল হক দেওয়ান ও উদ্যোক্তা জাহানারা বেগম প্রমুখ।