কুমিল্লার হোমনায় ছিনতাইকারী চার নারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।গতকাল সোমবার হোমনা পৌর বাজারে অবস্থিত মেঘনা হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা হলো- দাউদকান্দি উপজেলার পুরান গৌরিপুর গ্রামের রাজা মিয়ার স্ত্রী আঁখি সরকার (২০),তিতাস উপজেলার আলীরগাও গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার (২৬),একই উপজেলার বৈদ্যারকান্দি গ্রামের মোঃ নাছিরের স্ত্রী শিউলী (২০) ও জিয়ারকান্দি গ্রামের রুবেল মিয়ার স্ত্রী মৌসুমী (২৫)।
থানাসুত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া তার মেয়ে শারমিনকে নিয়ে ২ লাখ ১২ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হোমনা আসে । কিন্তু ব্যাংকে ভীড় থাকায় পরের দিন জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি রওয়ানা হয়। পথে হোমনা বাজারের মেঘনা হাসপাতালের সামনের সড়কে মেয়েকে দাঁড় করিয়ে অটো ডাকতে গেলে, শারমিন চার নারী ছিনতাইকারীর কবলে পড়ে এবং তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনতাই করে। এ সময় ১ লাখ ১২ হাজার টাকা মাটিতে পড়ে যায় এবং ১ লাখ টাকা নিয়ে একজন চলে যায়। পরে উপস্থিত লোকজনের সহযোগীতায় ৩ ছিনতাইকারিকে আটক করে কৌশলে বাকি জনের সাথে যোগাযোগ করা হয়। পরবর্তীতে সে টাকা নেয়ার কথা স্বীকার করে এবং ৮০ হাজার টাকা ফেরৎ দিতে আসে। তখন ৪ নারী ছিনতাইকারীকে আটকে রেখে থানায় খবর দিলে হোমনা থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার মনু মিয়া বাদী হয়ে ৪ নারী ছিনতাই কারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল কায়েস আকন্দ জানান,তারা দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছে। ছিনতাই কারীদের কাছ থেকে মনু মিয়ার ১ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
0 ভিউ