কুমিল্লার হোমনায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত ১৮জন গ্রাম পুলিশ সদস্য বিনামূল্যে বাইসাইকেল পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে, উপজেলা প্রশাসনের আয়োজনে, আলোচনা সভা ও বাইসাইকেল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে স্থানীয় সরকার বিভাগ,কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান বাই সাইকেল বিতরণ করেন।
ইউএনও রুমন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম । ইউডিএফ খালেদ মোস্তাফিজের উপস্থাপনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, ফেসিলেটেটর রিপন আশ্বার্য, এসিল্যান্ড মো. মিজানুর রহমান, ওসি মো. আবুল কায়েস আকন্দ, ইউপি চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া, আছাদপুর ইউপি সচিব মো. জাহাঙ্গীর আলম, গ্রাম পুলিশ মো. দিনাছ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও গ্রাম পুলিশগণ এ সময় উপস্থিত ছিলেন।
0 ভিউ