হোমনার কাশীপুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, সাড়ে তিন শ’ আসামী, গ্রেফতার ৮ - বিডি খবর ডটকম
ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১ অক্টোবর ২০২৩ , ১৬ আশ্বিন ১৪৩০

শিরোনামঃ

প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম কুমিল্লা হোমনা হোমনার কাশীপুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, সাড়ে তিন শ’ আসামী, গ্রেফতার ৮

হোমনার কাশীপুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, সাড়ে তিন শ’ আসামী, গ্রেফতার ৮

bd

কুমিল্লার হোমনায় সিএনজি চালকের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটিতে উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং অপরটিতে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৫৫ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩ শ’ জনকে আসামী করা হয়েছে। গতকাল রবিবার হোমনা থানায় এ দুটি মামলা হয়। কাশীপুরের কামরুল হাসান ও ওমরাবাদের আক্তার হোসেন বাদি হয়ে দুটি মামলা করেন। একটিতে প্রধান আসামী করা হয় ভাষানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলামকে এবং অপরটির প্রধান আসামী করা হয় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সাদেক সরকারকে। এ ঘটনায় দুটি মামলার এজাহার নামীয় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বাজার ও আশপাশের এলাকা পূরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকায় যানবাহন চলাচল নেই বললেই চলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের সিএনজি চালক মো. সাব্বির (১৯) সিএনজি নিয়া কাশিপুর গ্রামের কাশিপুর বাজারে যায়। সেখানে কাশিপুর গ্রামের কয়েকজন লোকের সামনে জোড়ে হর্ন বাজাতে থাকলে বিরক্ত হয়ে কাশিপুর গ্রামের এক ব্যক্তি ওই চালককে চর থাপ্পর মারে। সিএনজি চালক সাব্বির এই ঘটনা তার গ্রামের লোকজনকে জানায়।

খবর পেয়ে ওই দিন বিকেলে ওমরাবাদ গ্রামের কয়েকশ লোক লাঠিসোঁটা নিয়ে কাশিপুর বাজারে কাশিপুর গ্রামবাসির উপর হামলা করে। পরে কাশিপুর গ্রামের লোকজন সংগঠিত হইয়া পাল্টা হামলা করে। এরই জের ধরে পরের দিন শনিবার আবারও দুই গ্রামবাসীর মধ্যে কাশিপুর বাজারে হামলা সংঘর্ষ হয়। সংঘর্ষে কাশিপুর হাই স্কুল মার্কেট,বাজার ও কাশীপুরের অন্তত ১৬ টি দোকান ও বাড়ি ভাংচূড়ের ঘটনা ঘটে। এতে গ্রামের অন্তত ২০ জন আহত হয়।

শনিবার কাশিপুর বাজারে হোমনা, মেঘনা, তিতাস, মুরাদনগর থানা ও জেলা থেকে ডিবি পুলিশসহ অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ওই সময় পুলিশ তিন রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, শুক্র ও শনিবারের ঘটনায় রবিবার দুটি মামলা হয়েছে।

এতে এক পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম অপর পক্ষে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মো. সাদেক হোসেন সরকাকে আসামী করে ৫৫ জনের নামে ও আরও অন্তত তিন শ’ অজ্ঞাত নামে মামলা হয়েছে। দুই পক্ষের আট জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুনঃ
0 ভিউ

মুরাদনগরে হাত ভাঙ্গা শিশু শিক্ষার্থীর পাশে ‘হাসির ফেরিওয়ালা’

কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার পেল মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল 

কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে সিএনজি ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে যাত্রী ও শিক্ষার্থীদের মানববন্ধন

মুরাদনগরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: ৮ দিন পর মৃত্যু

কুমিল্লায় ইসলামী ফ্রন্টের মতবিনিময় সভায়

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৫৯জন

আজ থেকে হিজরী নববর্ষ শুরু

শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী

মুরাদনগরে ছফিউল্লাহ ভূঁইয়াকে সভাপতি ও গোলাম জিলানীকে সম্পাদক করে সদর ইউনিয়ন আ. লীগের কমিটি গঠন

মুরাদনগরে যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যােগে বৃক্ষরোপন

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা


উপরে