কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সনাতন ধর্মের এক বৃদ্ধা মহিলার হা, পা বেঁধে জবরদস্তি করে তাঁর স্বর্ন অলংকার লুট করার প্রতিবাদে গত শুক্রবার প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ।
পুলিশ এ নেক্কার জনক ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে।
সমাবেশে বক্তারা বলেন, পহেলা সেপ্টেম্বর আনুমানিক বেলা সোয়া এগারোটায় মারুকা ইউনিয়নের চিনামুড়া গ্রামের খুশি রানী দত্ত তাঁর বাড়ীর পাশে পুকুর পাড়ে গরুর গোবর ফেলতে যান। এ সময় প্রতিবেশি দোকানদার মো. সালাউদ্দিন বৃদ্ধা মহিলার উপর ঝাঁপিয়ে পরে তাঁর হাত পা বেঁধে ফেলে এবং গলায় কানে, নাকে পরিহিত স্বর্ণাদি ছিনিয়ে নিয়ে যান। এর আগে ঐ পরিবারের গৃহবধূর ছেলে সম্ভু নাথ দত্ত স্হানীয় চক্রতলা বাজার থেকে বাড়ী ফেরার পথে রাতে মুখোশধারি অজ্ঞাতনামা দুর্বৃিত্তদের হাতে মারাত্মক হামলার স্বীকার হন। এ সময় তাঁকে এলোপাথাড়ি মারধর করে তাঁর নিকট থেকে নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এই বিষয় জানতে গতকাল শুক্রবার বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের একটি দল চিনামুড়া গ্রামে গিয়ে ভুক্তভোগি পরিবারের সঙ্গে সাক্ষাত করেন এবং পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করেন। এসময় উপস্হিত বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটারর্জি, সাংগঠনিক সম্পাদক সুভাশ বিশ্বাস, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে, যুবলীগ নেতা মো. লিয়াকত ফরাজি ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি মডেল থানার উপ পরির্দশক (এস আই) মো.ওমর ফারুক বলেন, মামলার পর মো.সালাউদ্দিনকে (৩২) গতকাল বিকেল চারটার দিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।