ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে আফকনস এর উদ্যোগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মূলক র্যালী বের হয়েছে। শনিবার সকালে র্যালীটি “যদি চাও বাঁচতে গাড়ি চালাও আস্তে” এবং ”সাবধানে চালাব গাড়ি নিরাপরদ ফিরব বাড়ি” এই স্লোগানে মহাসড়কের বিভিন্ন স্থান পদক্ষিণ করেন। এছাড়াও বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও যাত্রীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খাটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, এস আই অনোয়ার হোসেন, আফকনস এর সেফটি ম্যানেজার প্রীতম মুখার্জি, এডমিন ম্যানেজার সত্যেন্দর সিং, ইঞ্জিনিয়ার অঙ্কুশ চৌহাল, স্টোর ম্যানেজার প্রশন্ত সহ হাইওয়ে পুলিশ ও আফকনসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
0 ভিউ