নিজস্ব প্রতিনিধি: সাভারে মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা চালু করেছে সিএসএস নামের একটি এনজিও প্রতিষ্ঠান। সিএসএস‘র স্থাপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, ঢাকা উত্তর জোন সাভার আনন্দপুর ব্রাঞ্চ-২ এর উদ্যোগে। শনিবার ২৪ মে ইং সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় অর্ধশত অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এসময় সিএসএস-মাইক্রোফাইন্যান্স এর অডিট অফিসার মোঃ আব্দুল আহাদ বলেন, ১৯৭২ সাল থেকে শুরু করে সি,এস,এস বাংলাদেশের প্রত্যেকটা জেলার দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য ক্ষুদ্রঋণের মাধ্যমে কাজ করে যাচ্ছে, সেই সাথে স্বাস্থ্যসেবা নিয়েও কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার সাভারে স্বাস্থ্য সেবা চালু করা হয়েছে। এটা আমাদের একটি নিয়মিত কার্যক্রম। তিনি আরো জানান, গ্রাহক সুবিধার কথা বিবেচনা করে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তাহলে শিক্ষা খাতে ও কার্যক্রম চালু করার পরিকল্পনা আছে। এ বিষয়ে ব্রাঞ্চ ম্যানেজার মো. মোজাফফর হোসেন বলেন, আমরা গ্রাহক সুবিধার কথা চিন্তা করে এখন থেকে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা চালু করেছি। আশা করি এর মাধ্যমে আমাদের গ্রাহক এবং সাধারণ অসহায় জনগোষ্ঠী উপকৃত হবে। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তার মোঃ সাইদুল ইসলাম নজরুল জানান, সমাজের সকল স্তরের মানুষের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে। সিএসইএস-মাইক্রোফাইন্যান্স এর মাধ্যমে অধিকার আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। এসময় উপস্থিত ছিলেন এলাকার সচেতন মহল এবং গণমাধ্যম কর্মীরা।
Leave a Reply