ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি পেয়েছে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩ টি স্কুলের ৭৫ শিক্ষার্থী। রবিবার সকালে সরাইল প্রানীসম্পদ দপ্তর মাঠে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তাদের হাতে এ বৃত্তি তুলে দেন। ৮ম বারের মত এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থের পাশাপাশি, ক্রেষ্ট, সার্টিফিকেট, মেডেল,ডিফট বক্সও দেয়া হয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হসপিটাল এবং আশুতোষ চক্রবর্ত্তী শিক্ষাবৃত্তির চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এসময় মন্ত্রী বলেন শিক্ষায় আমরা এখনো পিছিয়ে, আমাদের স্বাক্ষরতার হার ৭৫ ভাগ। তিনি বলেন বাংলাদেশ কোন সাধারন দেশ নয়, খুব কম দেশই আছে যারা দেশের জন্য জিবন দিয়েছে। তিনি বলেন এক দশকে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে,আগে উপোষ সময় কাটাতে হয়েছে, এখন আমরা তিন বেলা ভাত খেতে পারি। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাঁকে হত্যা করতে পারলে শোষকদের হাতে ক্ষমতা চলে যাবে,আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তি যেন সুসংগত থাকে তাঁর পাশে থাকা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য আব্দুর সাত্তার ভূঁইয়া। সংরক্ষিত আসনের সংসদ সদস্য
উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়ত উদ দৌলা খাঁন,পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক আল মামুন সরকার, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল, সরাইল সার্কেল এএসপি মোহাম্মদ আনিসুর রহমান,সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন,সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড, নাজমূল হোসেন। সাংবাদিক মনির হোসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্খাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী তন্ময় চক্রবর্ত্তী, অনুষ্ঠানটির সমন্বয়ক সাংবাদিক নারায়ন চক্রবর্ত্তী, শিক্ষক শেখ সাদি, শিক্ষার্থী জুঁই দেবনাথ এবং আমির হামজা।