ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার পানিশ্বহর ইউনিয়নের শান্তিনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার এ এস আই হেলাল জানান, আজ সকাল ৯টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তার পোশাকে মনে হচ্ছে ভবঘুরে ছিলেন। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুই হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
0 ভিউসরাইলে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেটঃ ২৬ আগস্ট, ২০২১ | ৯:৫৮




আরো খবর


