ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রাত থেকে বন্ধ হয়ে গেছে প্রচার প্রচারণা। এখন অপেক্ষা ভোটগ্রহনের দেশে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন আগামীকাল (২৮ নভেম্বর)।
এ ধাপে সরাইল উপজেলা ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। আগামীকাল রোববার সকাল ৮টা থেকে ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পযর্ন্ত চলবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে, এসব ইউনিয়নে শুক্রবার দিনগত মধ্যরাত ১২টা থেকে সব ধরনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। কাউকে প্রচারণায় পেলে ব্যবস্থা গ্রহণ করবেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, গোপনে অনানুষ্ঠানিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তারা সরাসরি মাঠে না থাকলেও তাদের অনুসারীদের দিয়ে এই প্রচারণা চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে সরাইল উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ১৫৩ জন। ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮ জন। আর সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০৬ ও সাধারণ সদস্যপদে ৩৫৭ প্রার্থী মাঠে থেকে লড়ছেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল বলেন নির্বাচন সুষ্ঠ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
0 ভিউ