ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত রবিবার রাত ৮ টার দিকে সন্ত্রাসীদের হামলায় আরিফ শাহ (২৬) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। আহত আরিফ সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আরিফ সরাইল সদরের অন্নদা স্কুল মোড়ের আরাফাত মার্কেটের একজন মোবাইল ব্যবসায়ী। আহত আরিফ সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের সফদর আলীর ছেলে আজিজুল হকের নেতৃত্বে গত রবিবার ৮ টার দিকে ফাহিম নামের এক ছেলে জরুরী কথা আছে বলে ব্যবসায়ী আরিফকে তার দোকান থেকে ডেকে অন্নদা স্কুলের খেলার মাঠে নিয়ে যায়। এ সময় ৮/৯ জন তার ওপর দেশীয় অস্ত্র লোহার রড ও হকস্টিক দিয়ে অতর্কিত হামালা চালায়। এ সময় আরিফের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানিয় লোকজন আরিফকে সরাইল হাসপাতালে নিয়ে যায়।
এব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
0 ভিউ