ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সরকারের গণটিকা কার্যক্রমের প্রথম দিনে সরাইল সদর ইউনিয়নের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রের ০১ নং নারী বুথে বেলা ১১ টার দিকে এক নারীকে ডাবল ডোজ টিকা দেয়ার ঘটনা ঘটে। ঔ নারীর নাম রোজিনা বেগম( ৩৮)। তার স্বামী মুসলিম খাঁন অভিযোগ করে বলেন আমার পরিবারকে ভুল করে ডাবল টিকার ডোজ দিয়ে দিয়েছেন দ্বায়িত্বে থাকা এখানকার স্বাস্থকর্মী, এখন আমার পরিবারকে নিয়ে আমি খুবই চিন্তায় আছি কি হবে কে জানে,যদি খারাপ কিছু হয় তাহলে এর দ্বায়ভার কে নিবে? রোজিনা বেগমের বাড়ি সরাইল সদর উপজেলা সৈয়দটুলা ৬ নং ওয়ার্ডে।
এ বিষয়ে ঔ স্বাস্থকর্মী দেওয়ান আফরিন সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন ঔ মহিলা প্রথম একবার টিকা নিয়ে আবার তার কার্ডটি নিতে এসে লাইনে দাঁড়ান, আমরা এখানে এত লোকের টিকা দিচ্ছি তাই সবাইকে ত চিনাও সম্ভব না, ওনাকে চেয়ারে বসতে বললে বসেন আমরাও টিকা দিই, দ্বিতীয়বার পুশ করার সময়ও তিনি কিছুই বলেননি। খবর পেয়ে কেন্দ্রে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোমান মিয়া।
নির্বাহী অফিসার বলেন ঘটনাটি তদন্ত করে দেখা হবে আর স্বাস্থ্য কর্মকর্তা বলেন এতে ঔ মহিলার ভয়ের কোন কারন নেই তার স্বাস্থের কোন ক্ষতি হবে না, তার একটি ডোজই কার্যকর হবে,আবার দ্বিতীয় ডোজের সময় হলে সেটা নিবেন। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পযর্ন্ত চলে প্রথম দিনের কার্যক্রম, এতে ছয় শত লোককে দেয়া হয় করোনার এই প্রতিষেধক। সে সময় ছিলনা সামাজিক দূরত্ব।
0 ভিউ