ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোছাঃ দীনা আক্তার(২৪) নামের এক গৃহবধুকে অপহরণের অভিযোগ উঠেছে। ভিকটিম দীনা আক্তার উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের ইমাম হোসেনের মেয়ে। সে সরাইল সরকারি কলেজের এইচ,এস,সি পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে বাবার বাড়ি বড্ডা পাড়া হইতে দীনা আক্তার এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কলেজের দিকে রওয়ানা দেয় এবং রাস্তায় আসামাত্র একই গ্রামের সামছু মিয়ার ছেলে শাহিন মিয়া ৪/৫ জনকে সংগে নিয়ে জোরপূর্বক দীনাকে একটি মাইক্রোবাসে উঠাইয়া নিয়ে যায়।
এ বিষয়ে বৃহস্পতিবার দীনার পিতা ইমাম হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলা করেছেন। মামলা নং- ১৭৭/২১ ইং। বিজ্ঞ আদালত মামলার তদন্ত করার জন্য পিবিআই কে দায়িত্ব দিয়েছেন।
স্থানিয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই গ্রামের রাশেদ মিয়ার ছেলে সৌদি প্রবাসী আজিজুর রহমানের সাথে দীনা আক্তারের সাথে প্রায় ৭ মাস আগে বিবাহ হয়। ৪ মাস আগে আজিজুর রহমান বিদেশ চলে যায়। এরপর থেকেই শাহিন মিয়া উৎ পেতে ছিল কখন সুযোগ আসে। মঙ্গলবার সকালে দীনা আক্তার বাবার বাড়ি হইতে এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কলেজের দিকে রওয়ানা দিলে রাস্তায় আসামাত্র একই গ্রামের সামছু মিয়ার ছেলে শাহিন মিয়া ৪/৫ জনকে সংগে নিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠাইয়া ফেলে। এরপর থেকে এখনো দীনা আক্তার নিখোঁজ রয়েছেন বলে তার পিতা ইমাম হোসেন জানান।
0 ভিউ