ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আবু সাঈদের মুদির দোকানের ভিতর থেকে অনলাইন জুয়ারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- জালাল মিয়া (৩২) সরাইল উপজেলা সদর ইউনিয়নের স্বল্পা নওগাঁ গ্রামের আব্দুল বাছির মিয়ার ছেলে ও একই ইউনিয়নের দক্ষিন আরিফাইল গ্রামের মৃত আবুল কাশেম ছেলে হাসান আলী (৩৮)।
বুধবার ( ২ নভেম্বর) সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শেহাবুর রহমান প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও যাওয়ার রাস্তার আরিফাইর গ্রামের আবু সাঈদ এর মুদির দোকানের ভিতর হইতে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, কতিপয় জুয়াড়ি সফটওয়্যারের মাধ্যমে
মঙ্গলবার রাতে সরাইল থানাধীন প্রাতঃ বাজার হইতে স্বল্প নোয়াগাঁও যাওয়ার রাস্তার আরিফাইর গ্রামের আবু সাঈদ এর মুদির দোকানের ভিতর হইতে অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলে যুব সমাজকে চরম ভাবে ধ্বংস করার পাশাপাশি তারা দেশের ভাবমুর্তি বিনষ্টসহ অর্থনৈতিক ক্ষতি করিতেছে বিধায় জালাল মিয়া ও হাসান আলীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলা অবস্থায় নগদ-৬৩১০ টাকা ও একটি Oppo A16e, Samsung Galaxy A30 মোবাইলসহ উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন এ ওসি তদন্ত কর্মকর্তা।
0 ভিউ