“সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি “এ সোগ্লানকে সমানে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ ( বুড়িচং – ব্রাহ্মনপাড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হাশেম খান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাসেল সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাবিনা ইয়াসমিন,উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) কর্মকর্তা ছামিউল ইসলাম,কুমিল্লা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ লাভলী আক্তার,বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল,বুড়িচং থানার এস আই মোঃ শরীফুল ইসলাম, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ছালাম( ভারপ্রাপ্ত), ইউ সি সি লি. এর ভাইস চেয়ারম্যান সুপার মোঃ সফিকুল ইসলাম ভূইয়া। উপজেলা ডেপুটি কমান্ডার ( ভারপ্রাপ্ত) বীর মুক্তিযােদ্ধা ময়নাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি পল্লী উন্নয়ণ কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান।
সাধারণ সভায় উপজেলার ৯৯ টি সমিতির প্রতিনিধি ও ইউসিসি লি. এর সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সমবায়ীদের মধ্যে পুরষ্কার বিতরন ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে আর্থিক সহযোগিতা এবং জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পক্ষ থেকে সমবায়ীদের মধ্যে কম্বল বিতরণ করেন।
0 ভিউ